ছাত্রশিবির

লিখেছেন লিখেছেন মোঃজামিল ইসলাম ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩১:১৪ রাত

ছাত্রশিবির কোন গোপন সংগঠন নয়।

এর প্রকাশনা পাওয়া যায় সর্বত্র।

এ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য,

কি করে কিভাবে করে জানতে পড়ুন

'কর্মপদ্ধতি'। এর গঠনতন্ত্র

সম্পর্কে ধারণা পেতে পড়ুন

'সংবিধান'।ন, পল্টন, মগবাজার,

কাটাবন সহ বিভিন্ন

স্থানে লাইব্রেরীগুলোতে

ছাত্রশিবিরের

প্রকাশনা পাওয়া যায়, সংগ্রহ

করে নিতে পারেন। অনলাইনেও

পেতে পারেন এসমস্ত প্রকাশনা।

প্রাথমিকভাবে যদি আপনি এর

লক্ষ্য উদ্দেশ্য ও

কর্মপ্রক্রিয়া বিষয়ে একমত হন,

তাহলে আপনার নিকটস্থ

ছাত্রশিবিরের কোন কর্মীর নিকট

থেকে সমর্থক ফরম পূরণ

করে আনুষ্ঠানিকভাবে যোগ

দিতে পারেন ছাত্রশিবিরে।

সুবিধামত

কাউকে না পেলে আপনি আপনার নাম

ঠিকানা আমাদের

কাছে জানাতে পারেন,

আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত।

মনে রাখবেন,

ছাত্রশিবিরে যোগদান

করা গতানুগতিক

রাজনীতি বা ক্লাব

সোসাইটিতে যোগদান করার মত নয়।

ছাত্রশিবিরে যোগদান

করা বরং নিজের জীবনকে দুনিয়া ও

আখিরাতের সফলতার জন্য প্রস্তুত

করার এক নিরন্তর

সংগ্রামে অংশগ্রহণ করার নাম।

আরো বিস্তারিত পাবেন নিচের

লিঙ্কে :

http://www.icsbook.info/

ছাত্রশিবরি নিয়ে নানাবিধ উত্তর

জানতে এ পেইজে ডু

মেরে আসতে পারেন-

https://www.facebook.com/knowaboutjamaatshibir

বিষয়: রাজনীতি

৯১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260728
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ধন্যবাদ
261072
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৫
কাহাফ লিখেছেন : দ্বীন ও দুনিয়ায় সফলতার জন্যে শিবিরের সিলেবাস পঠন অত্যন্ত ফলপ্রসু বলে মনে করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File